বাগেরহাটে জলবায়ু ও পরিবেশের অভিঘাত বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধনের আয়োজনে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় বক্তারা বলেছেন, জেলার ৩০৭টি সরকারি রেকর্ডীয় খালের মধ্যে মাত্র ১৭৭টি প্রবাহমান থাকলেও যার অধিকাংশ প্রভাবশালীরা দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। বাকি ১৩০টি খালও ভরাটের কারণে অস্থিস্ত সংকটে পড়েছে। একই সাথে অপরিকল্পিত চিংড়ি চাষের কারণে লবণাক্ত পানি দীর্ঘদিন আটকে রাখায় ফসলি জমির উর্বরতা হারাচ্ছে। এসব সমস্যার স্থায়ী সমাধান ও জড়িত প্রভাবশালীদের চিহ্নিত করতে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান সহযোগীতা চাইলেন সকল শ্রেণি পেশার মানুষের।
সংস্থাটির নির্বাহী পরিচালক এ এস এম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শাহিনুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার, কৃষিস প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম,সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, ডেপুিিট সিভিল সার্জন ডা. হাবিবুরর হমান, জেলা প্রাথমিক শিক্ষা কতর্মকর্তা মু. শাহ আলম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহাসহ জেলা পর্য়ায়ের সকল সরকারি প্রতিষ্ঠানের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল