৬ মার্চ, ২০২৩ ২১:১২

রংপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

প্রতীকী ছবি

রংপুরের পীরগঞ্জে হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

গ্রেফতারকৃতরা হলেন, পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের ঠাকুরদাস লক্ষীপুর গ্রামের আনারুল ইসলামের স্ত্রী আসমা বেগম, হায়বারের ছেলে আনারুল ইসলাম ও টুকুরিয়া ইউনিয়নের তরফমৌজা গ্রামের হাসেন আলীর স্ত্রী জামিলা বেগম। 

থানা সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে বড় আলমপুর ইউনিয়নের পত্মীচড়া গ্রামের আব্দুল জলিলের কন্যা জাকিয়া জান্নাতের সাথে চৈত্রকোল ইউনিয়নের চকবরখোদা গ্রামের আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে জাকিয়া জান্নাতকে নানাভাবে নির্যাতন করে আসছে শরিফুলের পরিবার। গত বছরের ১৫ ডিসেম্বর যৌতুকের দাবিতে শরিফুলের বোন ভগ্নিপতি মিলে ওই বধূকে মারপিট করে। এতে সে মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় জাকিয়া জান্নাতকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে ২৫ ডিসেম্বর তিনি মারা যায়। এ ঘটনায় ৫ মার্চ গৃহবধূর বড় ভাই কবিরুল বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। 

ওসি জাকির হোসেন জানান, মামলার প্রধান আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 


বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর