সিরাজগঞ্জে আনিসুর রহমান নামে (৩০) এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কামারখন্দের হুরসাগর নদীতে ঝাঁপ দিয়ে তিনি মারা যান বলে জানা গেছে। মঙ্গলবার সকালে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনিসুরের চাচা রফিক মন্ডল বলেন, গত মাসের ৭ তারিখে আনিসুরের ঘরের পেছন থেকে তার প্রতিবেশী ফুফু সালেকার লাশ উদ্ধার করে পুলিশ। সেই লাশ উদ্ধারের ঘটনায় সালেকার ভাই আমির হোসেন আনিসুরকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। সেই ভয়ে এক মাস ধরে বেলকুচির বানিয়াগাঁতী এলাকার আনিসুর তার শ্বশুরবাড়ি পালিয়ে থাকে। মঙ্গলবার হঠাৎ করে অপরিচিত কেউ তার খোঁজ নিতে আসলে সে পুলিশ ভেবে দৌড় দিয়ে নদীতে ঝাঁপ দেয়।
স্থানীয়রা জানান, সকালে আনিসুর বলরামপুর বাজারের একটি হোটেলে খাবার খাচ্ছিল। খাবার খাওয়া শেষে হোটেলের পেছনে কয়েকজন অপরিচিত লোকের সঙ্গে হাতাহাতি হয় তার। অপরিচিতদের পুলিশ মনে করে নদীতে ঝাঁপ দেয় সে।কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় আনিসুরের লাশ উদ্ধার করা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, নদীতে ঝাঁপ দেওয়া আনিসুরকে কোনো পুলিশ ধাওয়া করেনি। তার বিরুদ্ধে থানায় কোনো থানায় ওয়ারেন্ট বা মামলা নেই। লাশ উদ্ধার শেষে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই