বগুড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দিবসটি পালনে ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে।
আন্তর্জাতিক নারী দিবস পালনে বগুড়া জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিপ্তরের উপপরিচালকের কার্যালয় থেকে একটি র্যালি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে। ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন এই শ্লোগানে নারী দিবসের র্যলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দীনেশ সরকার বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশীদ, বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মিরা। এই র্যালিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি ও উন্নয়ন সংস্থা অংশগ্রহণ করে।
বগুড়া জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের আয়োজনে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহদত আলম ঝুনু, পুনাক বগুড়া সহ-সভানেত্রী দিল আক্তার জাহান, বগুড়া জর্জ কোর্টের সিভিল ক্রিমিনাল এন্ড ইনকাম ট্যাক্সের এ্যাডভোকেট ফেরদৌসী আক্তার রুনা, বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপ্না চৌধুরী, ধুনট নিমগাছী ইউনিয়ন পরিষদের মেম্বার আঞ্জুমান আরা খানম, বগুড়া সদর থানার এস আই জেবুন্নেছা আকতার, মাটিডালী লেডি ফ্যাশন টেইলার্সের জেসমিন আক্তার, মোহাম্মদ আলী হাসপাতালের স্টাফ নার্স নাজিয়া খাতুন, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী জিন্নাতুল নেহার জুঁই ও আফিয়া হোসেন নুবা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তার। আলোচনা সভার পূর্বে পুলিশ লাইন্স থেকে একটি র্যালি শহরের কলোনী সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এএম