চাঁদপুরে বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু সড়ক থেকে পথ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ বছর ১৮তম বিশ্ব কিডনি দিবস পালিত হচ্ছে। কিডনি দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে, ভয়াবহ কিডনি রোগের মারাত্মক পরিণতি ও বিস্তার সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং কিডনি বিকল প্রতিরোধে গণসচেতনতা তৈরি করা।
কিডনি দিবস উপলক্ষে এ বছরও কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) এই র্যালির আয়োজন করে।
এসময় র্যালিতে উপস্থিত ছিলেন, ডা. শারমিন আলম, মেডিকেল অফিসার (ক্যাম্পস), মিনারা শারমিন, শাখা ব্যবস্থাপক (ক্যাম্পস) ও আফজাল হোসেন, সুপারভাইজার (ক্যাম্পস) চাঁদপুর।
বিডি প্রতিদিন/নাজমুল