বাংলাদেশ গীতিকবি সংসদ চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি, কথন সম্পাদক, শিশু সাহিত্যিক, ফেয়ার টাচ মিডিয়ার স্বত্বাধিকারী ফারুক হাসান (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে তার প্রথম নামাজে জানাযা শেষে বিকেলে পটিয়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শিশু সাহিত্যিক ফারুক হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরীসহ চট্টগ্রামের ছড়াকার, কবি, শিশু সাহিত্যিক এবং নানা শ্রেণি পেশার মানুষ। এক শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল