বাগেরহাটের শরণখোলা উপজেলায় অস্বচ্ছল ও দরিদ্র নারীদের পুষ্টি মিশ্রিত চাল ও ভিডব্লিউবি কর্মসূচির কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্ধোধন করেন বাগেরহাট- ৪ আসনের এমপি এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসি।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্ব রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান স্বপন, বিআরডিবি চেয়ারম্যান জিয়াউল হাচান তেনজিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম