ফরিদপুরের বোয়ালমারীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর প্রাণহানি হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সবুজ বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শামীম মোল্লা (২৬) ও সুমাইয়া আক্তার (১৭)। শামিম মোল্লা বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামের অহম মোল্লার ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী ছিলেন। সুমাইয়া ইসলাম শামিম মোল্লার বেয়াইন। আহত মফিজুল তার চাচাতো ভাই। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, শামীম মোল্লা দুই আরোহী নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। অপর একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে শামিম মোল্লা ঘটনাস্থলে নিহত হন। পরে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুমাইয়া আক্তারের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/শফিক