‘জীবন ঘষে আগুন জ্বালাও, গান গেয়ে যাই, তৈরি হও’ স্লোগানে ঝিনাইদহে তিন দিনব্যাপী গণসংগীত উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ গণশিল্পী সংস্থার আয়োজনে বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উৎসবের উদ্বোধন করেন কিংবদন্তী গায়ক ফকির আলমগীরের সহধর্মিনী বেগম সুরাইয়া আলমগীর। এ সময় সেখানে নাট্যব্যক্তিত্ব খাইরুল আলম সবুজ, কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিমসহ গণশিল্পী সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে সংগীত পরিবেশন করেন ঢাকা ঋষিজ শিল্পগোষ্ঠী, ঝিনাইদহ কথন সংস্কৃতিক সংসদসহ (কসাস) দেশের বিভিন্ন প্লাটফর্মের শিল্পীরা।
বিডিপ্রতিদিন/কবিরুল