১০ মার্চ, ২০২৩ ১৭:১৪

সখীপুরে তিন দিনব্যাপী বই মেলা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সখীপুরে তিন দিনব্যাপী বই মেলা

টাঙ্গাইলের সখীপুরে তিন দিনব্যাপী বই মেলার আয়োজন করেছে গ্রন্থকুঞ্জ পাঠাগার। শুক্রবার বিকেলে উপজেলার হতেয়া এইচ এইচ ইউ উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্ধোধন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের কিডনি রোগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.এম.এ সামাদ। সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় মাদ্রাসার সুপার আবুল খায়ের গুলজারি, বিশিষ্ট সমাজ সেবক এমদাদুল হক খান প্রমুখ।

গ্রন্থকুঞ্জের সভাপতি এ.আর সুজন আহমেদ বলেন, সখীপুর উপজেলা পর্যায়ে হতেয়া গ্রামে এই প্রথম তিন দিনব্যাপী বই মেলা আয়োজন করা হয়েছে। এতে ১০ টি স্টল স্থান পেয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর