ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় নেত্রকোনা থেকে যোগ দিতে যাচ্ছে চল্লিশ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জেলার দশ উপজেলা থেকে আওয়ামী লীগের উদ্যোগে সব অঙ্গ সংগঠনের মোট চল্লিশ হাজার নেতাকর্মী জনসভায় যাচ্ছেন বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান।
প্রস্তুতিমূলক কার্যক্রম সাংবাদিকদের কাছে তুলে ধরতে শুক্রবার বিকালে নেত্রকোনা শহরের ছোট বাজার দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় শহর ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দিতে চলবে চারটি বিশেষ ট্রেন। এছাড়াও দুই শতাধিক বাসে নেতাকর্মীরা জনসভায় যোগ দেওয়ার কথা জানান দলটির সাধারণ সম্পাদক।
জানা গেছে, ময়মনসিংহের জনসভায় যোগ দিতে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও ভোটাররা চারটি স্পেশাল ট্রেন ছাড়াও ময়মনসিংহগামী কমিউটার, আন্তঃনগর হাওর, মহুয়া এক্সপ্রেস ট্রেনে ময়মনসিংহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
দুটি স্পেশাল ট্রেনসহ ৪ টি ট্রেন ও ২২৫টি বাসে ৪০ হাজার মানুষের প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেওয়ার প্রস্তুতি গত এক মাস ধরেই নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নেত্রকোনা জেলা আওয়ামী লীগ।
ট্রেনগুলো হল ঝারিয়া-ঝাঞ্জাইল স্পেশাল ট্রেন, নেত্রকোনা-মোহনগঞ্জ স্পেশাল, গফরগাঁও স্পেশাল, নান্দাইল স্পেশাল, দেওয়ানগঞ্জ বাজার স্পেশাল, অ্যাডভোকেট মতিউর রহমান স্পেশাল, গৌরীপুর স্পেশাল, ঈশ্বরগঞ্জ স্পেশাল চলাচল করবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান আরও বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে একমাস ধরে প্রতিটি উপজেলা ও ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা করেছি। ৪ টি ট্রেন ও ২২৫ টি বাস করে ৩৫ থেকে ৪০ হাজার নেতাকর্মী সমাবেশস্থলে যোগ দেবে।’
‘জেলার খালিয়াজুরী, মদন, আটপাড়া, কেন্দুয়া, কলমাকান্দাসহ পূর্বধলার একাংশ বাসে করে জনসভায় যোগ দেবে। অতীতের যেকোনো জনসভার চেয়ে অনেক বেশি মানুষের সমাগম হবে এই সভায়। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’
বিডি প্রতিদিন/নাজমুল