কিশোরগঞ্জে অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটকরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সিধলা এলাকার মো. ইদ্রিস মিয়ার ছেলে মো. স্বপন মিয়া (২৮), একই উপজেলার হাসানপুর এলাকার মো. কুছুম উদ্দিনের ছেলে মো. আইনুল হক (৩০) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি (বৌবাজার) এলাকার মো. শিপন মিয়ার ছেলে মো. পায়েল মিয়া (২২)।
শুক্রবার (১০ মার্চ) দিবাগত রাতে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়াসেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ১০ মার্চ বিকেল ৩টার টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার তারাপাশা সাকিনস্থ রেলস্টেশন বটতলা মোড়ে মামুনের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার উপ-পরিদর্শক (এসআই) হাসমত আলীর নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা।
অভিযানে মাদক কারবারি স্বপন, আইনুল ও পায়েলকে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ