ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরে বিষ প্রয়োগ করে ৪ বিঘা জমির উপর খননকৃত পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ময়না ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের বর্নিচর গ্রামের মৎস্যজীবী সুশান্ত রাজবংশী ও বেলজানী গ্রামের কাউসার প্রমানিকের ছেলে শামীম প্রামানিক যৌথভাবে একই ইউনিয়নের মাধবপুর গ্রামের সিরাজ মোল্যার পুকুর লীজ নিয়ে ১৬ বছর ধরে মাছ চাষ করে আসছে।
শুক্রবার বিকেলে মৎস্যজীবী সুশান্ত রাজবংশী জানান, ১৬ বছর ধরে মাছ চাষ করে আসছি। এর আগে কোনদিন এরকম ঘটনা ঘটেনি।
শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি মুহাম্মাদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীরা এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন