১৩ মার্চ, ২০২৩ ১৭:১১

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে
দিনাজপুরে শিক্ষকদের মানববন্ধন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দিনাজপুরের শিক্ষক সমাজ। পরে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

সোমবার দিনাজপুর জেলা প্রশাসন অফিসের সম্মুখ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এ ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনটি। 

কর্মসূচিতে আজ মঙ্গলবার সকল বেসরকারি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও বেসরকারি স্কুল-কলেজে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত কর্মবিরতি পালন এবং ছাত্র-ছাত্রী, অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সদস্যসহ সংশ্লিষ্টদের জাতীয়করণের যৌক্তিকতা তুলে ধরে মতবিনিময় এবং ২০ মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের শিক্ষক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে তারা জানায়।

মানববন্ধনে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আহসানুল হক মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতি দিনাজপুর শাখার সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান, বুনু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হাকিম, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মোঃ মাসউদ আলম প্রমুখ।
কর্মসূচিতে দিনাজপুর জেলা, সদর উপজেলাসহ ১৩টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর