১৩ মার্চ, ২০২৩ ২১:৫৯

কুড়িগ্রামে বই মেলার উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বই মেলার উদ্বোধন

কুড়িগ্রামে নাগরিক উদ্যোগে ৬ দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বিকেল ৫টায় জেলা শহরের আউটার স্টেডিয়াম ও বিজয়স্তম্ভে এ মেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক, কুড়িগ্রামের কৃতি সন্তান তৌহিদুর রহমান। জেলা ও জেলার বাইরে ৩০টি জনপ্রিয় প্রকাশনী প্রতিষ্ঠান বই এর সম্ভার সাজিয়ে মেলায় নিয়ে এসেছে প্রাণের স্পন্দন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেলা কমিটির সদস্য সচিব সাংবাদিক সফি খান, মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, কথাসাহিত্যিক আবু রায়হান, কুড়িগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ। নাগরিক উদ্যোগে আয়োজিত এ বই মেলা আগামী ১৭ মার্চ পর্যন্ত চলবে বলে জানায় আয়োজক কমিটি। এছাড়াও মেলার পাশাপাশি প্রতিদিন থাকবে বিভিন্ন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর