মাগুরা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা তারিফ-উল- হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, জেলা কৃষক লীগ সভাপতি মইনুল ইসলাম পলাশ, কছুন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোল্যা।
৩ দিনব্যাপী এ মেলায় সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের ১টি করে স্টলসহ মোট ২০টি প্রদর্শনী স্টল দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ