১৪ মার্চ, ২০২৩ ১৯:০২

রাঙামাটিতে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটিতে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১

রাঙামাটির লংগদুতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম জান্নাতুল ফেরদৌস (৩৫)। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে লংগদু উপজেলার মাইনি ইউনিয়নের মধুমাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় আহত হয় আরও দু’জন। তারা হলেন-মো. সালমান (৮) ও কবির হোসেন (৬০)। আহতরা বর্তমানে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটি লংগদু উপজেলার মাইনিমুখ বাজার ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট রাঙামাটি শহরের উদ্দেশে রওনা দেয়। এসময় অপরদিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত বোট আসলে উপজেলার মধুমাছড়া এলাকায় সংঘর্ষ হয়। এতে যাত্রীসহ স্পিডবোট উল্টে যায় কাচালং নদীতে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও সেনা সদস্যরা। ঘটনাস্থল থেকে আটজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও বাকি তিনজন ছিল আশঙ্কাজনক। তাদের মধ্যে মো. সালমান (৮) ও কবির হোসেন (৬০) ও জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. বেলাল হোসেন বলেন, আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা মাথায় আঘাত পেয়েছেন।

রাঙামাটি লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল উদ্দীন জানান, স্পিডবোট দুইটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর