মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় আব্দুল কাদির নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শাহাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদিরের বাড়ি আশিদ্রোন ইউনিয়নের খোসবাস এলাকায়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব বিন ইসলাম। তিনি বলেন, আমরা ট্রাকটি জব্দ করেছি। চালক পালিয়ে গেছে।বিডি প্রতিদিন/এমআই