জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিনে ভোলাকে ভূমিহীন উপজেলা ঘোষণার প্রস্তুতি নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চতুর্থ ধাপের ৯২টিসহ মোট ৬৯২টি ঘর বিতরণের মধ্য দিয়ে ভোলা সদর উপজেলাকে ভূমিহীন ঘোষণা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।
তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি ভোলা সদর উপজেলা পরিষদের এক সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। এই প্রকল্পের আওতায় ভোলা জেলার ৭ উপজেলায় চারটি ধাপে মোট ৪ হাজার ১৪৯টি পরিবারকে ২ শতাংশ জমিসহ একটি টিনসেডের পাকা ঘর তৈরি করে দেওয়া হচ্ছে।
জেলার ৭ উপজেলার মধ্যে সদর উপজেলায় ইতিমধ্যে তিনটি ধাপে ৬০০ পরিবারকে ঘর দেওয়া হয়েছে। গৃহহীন পরিবারগুলো নতুন ঘরে বসবাস করছেন। চতুর্থ ধাপে আরও ৯২টি পরিবারকে ঘর দেওয়ার সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারা দেশের সাথে ভোলা সদরের ঘরগুলোর বিতরণ কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, ভোলা জেলার চারপাশে রয়েছে নদী। তাই নদী ভাঙনের কারণে আবারও ভূমিহীন ও গৃহহীন পরিবার সৃষ্টি হতে পারে। তবে যেকারণেই হোক না কেন আবারও ভূমিহীন ও গৃহহীন পরিবারের সন্ধান পাওয়া গেলে তাদের জমি ও ঘর নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, ভোলা সদর উপজেলার ৬৯২টি ঘরের মধ্যে পূর্ব ইলিশায় ইউনিয়নে ৫৮টি, পশ্চিম ইলিশা ইউনিয়নে ৫৫টি, ভেদুরিয়া ইউনিয়নে ১১০টি, রাজাপুর ইউনিয়নে ২০টি, কাচিয়া ইউনিয়নে ৫০টি, ধনিয়া ইউনিয়নে ১৪১টি ভেলুমিয়া ইউনিয়নে ৪৯টি, চরসামাইয়া ইউনিয়নে ২৬টি ও দক্ষিণ দিঘলদী ইউনিয়নে ৩০টি ঘর নির্মাণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই