১৬ মার্চ, ২০২৩ ২১:১৭

শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি গ্রেফতার

শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি শওকত হোসেনকে গ্রেফতার করেছে শেরপুর (গোয়েন্দা) ডিবি পুলিশ। বুধবার বিকালের দিকে শেরপুর সরকারি কলেজে চলা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর একটি কর্মসূচি চলছিল। ওই কর্মসূচির রাজনৈতিক ফেলো, মাস্টার টেইনার ও আলোচক ছিলেন ছাত্রদল সভাপতি শওকত। সেই কর্মসূচি থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।

বিএনপি সভাপতি মাহমুদুল হক রুবেল বলেন, সম্প্রতি শেরপুরে বেশ কয়েকটি গায়েবি মামলায় বিএনপি নেতাদের গ্রেফতার করা হয়েছে। আতঙ্ক সৃষ্টি করে এমন একটি গায়েবি মামলায় ছাত্রদল সভাপতিকে গ্রেফতার করা হয়। কোনো মামলায় শওকতের নামে গ্রেফতারি পরোয়ানা ছিল না।

আদালত সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ পুলিশ বাদী হয়ে শেরপুর সদর থানায় বিস্ফোরক আইনের ৪/৫/৬ ও তৎসহ দণ্ডবিধির ১৪৩/৩৪ ধারায় মামলার সন্দেহভাজন অভিযুক্ত ছিল শওকত হোসেন। প্রাথমিক তথ্য বিবরণীতে শওকতের নাম না থাকলেও অভিযোগ ছিল।

এদিকে বৃহস্পতিবার দুপুরে শওকতকে আদালতে হাজির করে সাত দিনের রিমাণ্ড চেয়েছে পুলিশ।

শেরপুর ডিবি পুলিশের ওসি মুসফিকুর রহমান বলেন, রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে অনেক কিছু জানা যাবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর