১৮ মার্চ, ২০২৩ ২১:২২

চকরিয়ায় ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও সহকারী নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

চকরিয়ায় ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও সহকারী নিহত

প্রতীকী ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী ট্রাক ব্রিজের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে প্রাণ হারায় চালক ও হেলপার। শনিবার ভোরে মহাসড়কের চকরিয়ার উত্তরপ্রান্তের সীমান্তবর্তী আজিজনগর এলাকায় সড়কের ১২ নম্বর ব্রিজে দুর্ঘটনাটি সংঘটিত হয়।

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দুপচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের গাবলা ভাটইবাজার এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে ট্রাকচালক এরশাদ মন্ডল (৩০) ও সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের সাত্তারমিয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মো. শিব্বির আহমদ মারুফ (১৯)।

মহাসড়কের চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ওসি (ইনচার্জ) ইমন কান্তি চৌধুরী জানান-শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে কক্সবাজারগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি সড়কের পাশের ব্রিজের রেলিংয়ে গিয়ে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির সম্মুখ অংশ দুমড়ে-মুচড়ে গেলে নিহত হয় চালক ও সহকারী।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর