২১ মার্চ, ২০২৩ ১৩:৪৩

গৃহহীন মুক্ত হচ্ছে নীলফামারীর দুই উপজেলা

নীলফামারী প্রতিনিধি

গৃহহীন মুক্ত হচ্ছে নীলফামারীর দুই উপজেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার সারা দেশের ন্যায় নীলফামারীতেও ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে। সারাদেশের সাথে নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ইতোপূর্বে ডিমলা উপজেলাকেও ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমস্ত্রী। এ নিয়ে নীলফামারী জেলার ছয় উপজেলার তিন উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষিত হচ্ছে।
 
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ আজ মঙ্গলবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের জানিয়েছেন, জেলার ছয় উপজেলায় ১৩ কোটি ৭০ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে চারশ’৮০টি গৃহ নির্মাণ করা হয়েছে, যা আগামীকাল প্রধানমন্ত্রী ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে এসব গৃহ ভার্চুয়ালি হস্তান্তর করবেন।  


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর