বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক লীগ এ সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট মানিক কুমার ঘোষ।
সংগঠনের জেলার সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জুলফিকার রহমান শান্তর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য ডাঃ মোঃ সালেহিন সাদ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মানিক কুমার ঘোষ বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে বিশ্বের দরবারে স্বাধীন ভূখণ্ড হিসাবে প্রতিষ্ঠা করছেন। তিনি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দিন রাত পরিশ্রম করছেন। দেশ এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হতে শুধু সময়ের অপেক্ষা।
বিডি প্রতিদিন/নাজমুল