২১ মার্চ, ২০২৩ ২২:১২

মাগুরায় বিনা- ৮ ও ১১ জাতের ছোলার মাঠ দিবস অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় বিনা- ৮ ও ১১ জাতের ছোলার মাঠ দিবস অনুষ্ঠিত

মাগুরায় বিনা-৮ ও ১১ জাতের ছোলা সম্প্রসারণের লক্ষে আজ মঙ্গলবার বিকালে সদর উপজেলার সত্যপুর মাঠে কৃষক ও কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বিনা ছোলা-৮ ও ১১এর ক্ষেত পরিদর্শন শেষে মাগুরা বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আসাদ উল্লাহর সভাপতিত্বে আলেচানা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য দেন বিনা ময়মনসিংহের পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ আব্দুল মালেক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, কৃষক বাদশা বিশ্বাস প্রমুখ।

বক্তারা জানান, বিনা-৮ ও ১১ নতুন জাতের ছোলা অন্য জাতের ছোলা থেকে গুণে মাণে ভাল এবং বিঘা প্রতি দেড় থেকে দুই মণ ফলন বৃদ্ধি পায় সাধারণ জাতের ছোলার তুলনায়। এ জাতের ছোলা চাষ করলে কৃষকরা লাভবান হবেন। ছোলার আবাদ বৃদ্ধির পাশাপাশি আগামীতে এ জাতের ছোলা বুনবেন বলে সকলে প্রত্যাশা করেন।
                                                   
বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর