২২ মার্চ, ২০২৩ ১৮:২৭

দিনাজপুরে ১৮৩৫ পরিবারের মাঝে জমি ও পাকা বাড়ি হস্তান্তর

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ১৮৩৫ পরিবারের মাঝে জমি ও পাকা বাড়ি হস্তান্তর

জমি ও পাকা বাড়ি হস্তান্তর

ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রমের আওতায় চতুর্থ পর্যায়ে দিনাজপুর জেলায় মোট ২ হাজার ২৯৯টি পরিবারের মধ্যে ১ হাজার ৮৩৫টি পরিবারকে জমিসহ পাকা বাড়ি হস্তান্তর করা হয়েছে।

বুধবার গণভবন থেকে চতুর্থ পর্যায়ে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিনাজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জমির দলিল ও বাড়ির চাবি হস্তান্তর করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ মো. জিন্নাহ আল মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার প্রমুখ।

একইদিন দিনাজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‌‘বীর নিবাস’র চাবি হস্তান্তর ও টিআর কর্মসূচির চেক বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর