কিশোরগঞ্জের ভৈরব থেকে ৩৮ কেজি গাঁজাসহ সোহাগ মিয়া (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার ভোরে ভৈরবের দুর্জয় মোড় এলাকায় অভিযান চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় একটি পিকআপ তল্লাশি করে ৯ টি বান্ডিলে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এছাড়াও জব্দ করা হয় পিকআপ ও নগদ টাকা। এ ঘটনায় গ্রেফতার করা হয় সোহাগ মিয়াকে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার মেরাশানী বাহাদুরপুর গ্রামের (খেলু মিয়ার বাড়ি) সামসু মিয়ার ছেলে।
র্যাবের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী গ্রেফতার সোহাগ মিয়াকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল