২৬ মার্চ, ২০২৩ ১৪:৫৬

চুয়াডাঙ্গায় পানির পাম্প চুরির হিড়িক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় পানির পাম্প চুরির হিড়িক

চুয়াডাঙ্গায় পানির পাম্প চুরির হিড়িক

চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ীতে পানির পাম্প চুরির হিড়িক পড়েছে। গত দুই মাসে এলাকার ২০/২৫টি পানির পাম্প চুরি হয়েছে। চুরির ভয়ে অনেকে নতুন করে পানির পাম্প বসাতে সাহস পাচ্ছে না।

এলাকাবাসী জানান, পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের জনবহুল এলাকা সাতগাড়ী গ্রাম। গ্রামের মোড় ও আশপাশ এলাকায় গত দুই মাসের মধ্যে ২০/২৫টি পানির পাম্প চুরি হয়েছে। এদের মধ্যে অনেকেই বাড়ি নির্মাণের জন্য অথবা কৃষিকাজ ও ব্যবসার জন্য পানির পাম্প বসিয়েছিলেন। চোরের দল সুযোগ বুঝে রাতের আধারে পাম্প চুরি করে নিয়ে যায়।

চোররা সাতগাড়ী মোড়, শিশুতলা মোড়, মাদরাসা এলাকা ও মসজিদের পাশের এলাকা থেকে একে একে একাধিক ব্যক্তির পানির পাম্প চুরি করে। অনেকে বিষয়টি পুলিশকে অবহিত করলেও পুলিশের তেমন সাড়া মেলেনি।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর উজ্জ্বল হোসেন বলেন, বাড়িতে লাগানো পানির মিটার চুরি হয়ে যাওয়ার পর এবার পানির পাম্প চুরি হচ্ছে। বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসিকে জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, চোরের গ্যাং শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর