২৮ মার্চ, ২০২৩ ১৭:৩১

জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

জয়পুরহাট পৌর শহরের নতুনহাট শেখপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয় ডু সামথিং ফাউন্ডেশন নামে একটি সংগঠন।

প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ৩ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুরসহ নগদ অর্থ বিতরণ করা হয়।

খাদ্য উপহার সামগ্রী বিরতণকালে জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, সাবেক ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা, সুন্দরবন কুরিয়ারের ম্যানেজার বাবু, ডু সামথিং ফাউন্ডেশনের প্রতিনিধি সালেহুর রহমান সজীব, মদিনা ডায়াগনিস্টিকের পরিচালক মাসুদ ও জয়পুরহাটের ভলান্টিয়ার আল মোমিন ও নাইমুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জয়পুরহাট পৌর শহরের নতুনহাট শেখপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পাঁচ পরিবারের বসতবাড়ির ১০ ঘর পুড়ে ছাই হয়ে যায়। শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর