২৯ মার্চ, ২০২৩ ১৭:২০

১২ ঘণ্টা যানজটের পর ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

১২ ঘণ্টা যানজটের পর ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ স্নান উৎসবকে ঘিরে ১২ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের পর মহাসড়কটি অবশেষে যানজট মুক্ত হয়েছে। বুধবার বিকালে মহাসড়কের মদনপুরসহ বিভিন্ন স্থান ঘুরে যানজট মুক্ত দেখা গেছে। কোথাও কোথাও মহাসড়ক একেবারে ফাঁকা দেখা গেছে।

এর আগে লাঙ্গলবন্দ স্নানোৎসবকে ঘিরে বুধবার ভোর ৪ টার আগে থেকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর থেকে গজারিয়া পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট হয়।

কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোহাম্মদ ইব্রাহিম জানান, একসাথে লাখ লাখ মানুষের আগমনে যানবাহনের চাপ সামলাতে গিয়ে যানজট ছিল। আমাদের ২০টি টিমের নিরলস প্রচেষ্টায় এখন মহাসড়ক ফাঁকা। আশা করছি আর যানজট পরিস্থিতি হবে না।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর