২৯ মার্চ, ২০২৩ ১৮:০০

ফেনীতে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল শিক্ষার্থীরা

ফেনীতে প্রতিনিধি

ফেনীতে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল শিক্ষার্থীরা

ফেনীতে মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ করা হয়েছে। বুধবার ফেনী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এ এম খালেদ সারোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষক নজরুল ইসলাম।

শিক্ষার্থী আঞ্জুমান আরা শিহা জানান, আধুনিক বিশ্বের সাথে তালমিলিয়ে সরকার তাদেরকে এ উপহার প্রদান করেছে। ট্যাব ব্যবহারে তাদের পড়া আরও সহজ হবে। তারা খুব খুশি ও আপ্লুুত।

শিক্ষার্থী ফারিয়া সুলতানা প্রভা জানান, ট্যাব উপহার পেয়ে সে আনন্দিত। এতে পড়ালেখায় সে আরও উৎসাহিত হচ্ছে। শিক্ষার্থী আবদুল্লাহ বলেন, ট্যাব ব্যবহারে তাদের শিক্ষাজীবন আরও উন্নত হবে। উপহার পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় তারা।

বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দিচ্ছে। আগামীর উন্নত বাংলাদেশের কর্ণধার বর্তমান প্রজন্ম। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর