শিরোনাম
২৯ মার্চ, ২০২৩ ২০:০৮

রাঙামাটিতে পুলিশের অভিযানে চুরি হওয়া ১০৮টি মোবাইল উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে পুলিশের অভিযানে চুরি হওয়া ১০৮টি মোবাইল উদ্ধার

রাঙামাটি কোতয়ালী থানার পুলিশ চুরি হওয়া ১০৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে। বুধবার দুপুরে রাঙামাটি কোতয়ালী থানা চত্বরে চুরি হওয়া মোবাইল স্ব-স্ব মালিকের হাতে তুলে দেন রাঙামাটি অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. মারুফ হাসান। এ সময় রাঙামাটি কোতয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি মো. আরিফুল আমিন উপস্থিত ছিলেন।

রাঙামাটির অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. মারুফ হাসান বলেন, গত চার মাসে রাঙামাটিতে যত মোবাইল চুরি হয়েছে সব উদ্ধার করা হয়েছে। রাঙামাটিতে সাইবার ইউনিট চালু হওয়ার পর চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। ইতিমধ্যে বেশ কিছু মোবাইল উদ্ধার করা হয়েছে। এসব মোবাইলের মধ্যে ২৪টির মালিক পাওয়া গেছে। তাদের হাতে তুলে দিয়েছি। বাকিগুলোর মালিকের খোঁজ করা হচ্ছে। 

থানায় অভিযোগের ভিত্তিতে ২০২২ সালের ডিসেম্বরে ৩০টি এবং চলতি বছরের জানুয়ারিতে ২৫টি, ফেব্রুয়ারিতে ২৯টি ও চলতি মাসে ২৪টিসহ মোট ১০৮ টি মোবাইল ফোন চুরির পর অভিযানে নামে পুলিশ। চোর চক্রকে চিহ্নিত করে মোবাইলগুলো উদ্ধার করা হয়। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর