কুড়িগ্রামের গোপন সংবাদের ভিত্তিতে দুই যুবককে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় শেখ হাসিনা ধরলা সেতুর পূর্ব পাড়ের বাঁশঝাড় এলাকা থেকে বিদেশি পিস্তলসহ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
গ্রেফতারকৃত দুই যুবক হলো উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকার বেল্টু মিয়ার ছেলে আলামিন (২০) ও ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ এলাকার শাহিন ছেলে সজিব মিয়া (২০)। এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার তদন্ত সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ