ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি ফার্মেসির মালিককে মোট ২৬ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
অনুমোদনহীন ওষুধ, অবৈধ যৌন উত্তেজক ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, স্যাম্পল ওষুধ ফার্মেসিতে রাখার অপরাধে ওষুধ প্রশাসনের সহযোগিতায় ৩টি ফার্মেসির মালিককে আর্থিক জরিমানা করা হয়।
রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ড্রাগ সুপার মোঃ শরিফুল ইসলাম মোল্লা।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হক বলেন, উপজেলার ফুলসুতি বাজারের মেসার্স ফাতেমা ফার্মেসির মালিককে দশ হাজার টাকা, আজাদ মেডিকেল হলের মালিককে আট হাজার টাকা এবং মক্কা ড্রাগ হাউসের মালিককে আট হাজার টাকা আর্থিক জরিমানা করে নগদ অর্থ আদায় করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ