২ এপ্রিল, ২০২৩ ১৯:২২

উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃত ওই ব্যবসায়ীর নাম মো. শামীম হাওলাদার (২৪)। তিনি ওই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে। 

স্থানীয়রা জানায়, শামীম হাওলাদার ও তার বন্ধু শাহজালাল তালুকদার গাববাড়ী গ্রামের রিয়াজ শিকদারের মাছের ঘের ক্রয় করে গত ৩ দিন ধরে বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচ করে মাছ শিকার করছিলেন। সকাল ৭টার দিকে অসাবধানতাবশত শামীম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উজিরপুর মডেল থানার ওসি মো. কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর