বাউফল প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে পটুয়াখালীর বাউফল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে থানা মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলা বিভিন্ন অপরাধ প্রতিরোধে নবাগত পুলিশ কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশ কর্মকর্তা এটিম এম আরিচুল হক বলেন, সাংবাদিক-পুলিশ একে অপরের পরিপূরক। আমরা একে অপরের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিলে সমাজের যে কোন অসংগতি দূর করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কৃষ্ণ কর্মকার, ওসি (তদন্ত) মিজানুর রহমানসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ