৪ এপ্রিল, ২০২৩ ০১:৫৫

বিরোধের জেরে তরুণকে ছুড়িকাঘাতে হত্যার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি :

বিরোধের জেরে তরুণকে ছুড়িকাঘাতে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

ময়মনসিংহের ধোবাউড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে মাসুম মিয়া নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার বিকালে তাকে ছুরিকাঘাত করা হলে আহত অবস্থায় দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাসুম উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের ঘুঙ্গিয়াজুরি গ্রামের মিরাজ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে ধোবাউড়া থানার ওসি টিপু সুলতান। তিনি জানান, রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, মিরাজ আলীর সাথে প্রতিবেশী প্রয়াত সিদ্দিক আলীর ছেলে সোহান মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই সোহান মাসুম মিয়াকে বাড়ির পাশের সড়কে পথরোধ করে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পাশের দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যায় মৃত ঘোষণা করা হয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর