নাটোরের বড়াইগ্রামের বাগডোব মন্ডলপাড়া গুচ্ছগ্রামে আগুনে দুটি বাড়ি পুড়ে গেছে। এতে একটি গর্ভবতী গাভী পুড়ে মারা গেছে। এছাড়া এক বাড়ির মালিকসহ আরও চারটি ছাগল দগ্ধ হয়েছে।
বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
আগুনে ভুক্তভোগী শ্রী যোগেশচন্দ্রের স্ত্রী অর্চনা রাণী জানান, ভোর রাতে আকস্মিক গরুর ঘরে আগুন লাগে। দ্রুত আগুন তার বসত ঘরসহ পাশের বলাই মন্ডলের বসতঘরেও ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার গরুটি পুড়ে মারা যায়। এছাড়া তার এবং বলাই মন্ডলের আরও ছয়টি ছাগল দগ্ধ হয়। আগুন নেভাতে গিয়ে বলাই মন্ডল নিজেও দগ্ধ হন।বিডিপ্রতিদিন/কবিরুল