ফরিদপুরের ভাঙ্গায় ৬০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াই টার দিকে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের কাউলিবেড়া বাজারের নিকট ফাঁকা স্থানে অভিযান চালিয়ে আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রামের তুহিন মোল্লা (২৫) ও ইমদাদ মিয়াকে (৩১) মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। দুই জনের বিরুদ্ধে উপ-পরিদর্শক মো. জাকির হোসেন শুক্রবার ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
বিডি প্রতিদিন/এএ