কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় মহাসড়কে পড়ে ছিলো দুই বন্ধুর মরদেহ। তাদের পাশে একটি মোটরসাইকেলও পড়েছিলো। মোটর সাইকেল চালিয়ে একটি গাড়ির পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
শুক্রবার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার রতনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূঁইয়া।
নিহতরা হলেন কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপাড় গ্রামের মো.হুমায়ুন কবিরের একমাত্র ছেলে আবদুল্লাহ আল মামুন (১৪) এবং চন্ডীপুর গ্রামের মো.বাবুল মিয়ার ছেলে মাসুদ আলম (১৫)। এদের মধ্যে আবদুল্লাহ আল মামুন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
হাইওয়ে পুলিশের কর্মকর্তা মোর্শেদুল আলম ভূঁইয়া স্থানীয়দের উদ্বৃতি দিয়ে বলেন, দুই তরুণ একটি মোটর সাইকেলে যাচ্ছিলো। বেপরোয়া গতিতে চালিয়ে একটি গাড়ির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল