খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের উদ্যোগে চার দিনব্যাপী বৈসু-সাংগ্রাই-বিঝু ও বাংলা নববর্ষ-১৪৩০ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে বৈসাবি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
শুক্রবার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেলার উদ্ধোধন করেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ।
এ সময় বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা।
চার দিনব্যাপী এ মেলায় শিশুদের চিত্রাংকন, বেইন বুনন, পাজন রান্না,পানি খেলা প্রতিযোগিতা ও গরিয়ে নৃত্য, ত্রিপুরা চাকমা,সম্প্রদায়ের শিল্পীদের নিয়ে ঐতিহ্যবাহী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চাকমা লোককাহিনী অবলম্বনে নির্মিত গীতি- নৃত্য-নাট্য ‘রাধামন ধনপুদি’ মঞ্চায়িত হবে। মেলার প্রথম দিনেই বেশ লোক সমাগম ঘটে।
বিডি প্রতিদিন/নাজমুল