বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে রাতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর জানান, ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে ২ ঘণ্টার অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এজন্য পুলিশের অনুমতির নেয়ার জন্য আমরা থানাতে ছিলাম। ইফতারি রান্নার জন্য অফিসে তিনজন আদা, রসুন ও পেঁয়াজ কাটছিল। এমন সময় মুখ বাধা কয়েকজন লোক বিএনপির কার্যালয়ে ঢুকে পেট্রোল ছিটে আগুন ধরিয়ে দেয় ও চেয়ার ভাংচুর করে। আগুনে চেয়ার ও ব্যানার পুড়ে গেছে।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর তানভীর হাসান জানান খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। আমরা যাওয়ার আগেই আগুন নিভানো হয়েছে।
বগুড়া-৪ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, রাতের বেলা হামলা করেছে দলীয় কার্যালয়ে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নন্দীগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ঘটনা শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভা মেয়র রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আজগর হেনা এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল