‘দেশব্যাপী বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতি’র বিরুদ্ধে প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে শান্তি সমাবেশ করেছে সদর উপজেলা আওয়ামী লীগ।
শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ সভা করা হয়। সমাবেশে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা.সাদেক কুরাইশী, সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ।
বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতের কোনো ষড়যন্ত্র রুখতে পারবে না। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পাড়া-মহল্লায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
বিডিপ্রতিদিন/কবিরুল