বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে দিনভর কর্মসূচি পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৯টায় সব শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা সদরে স্কাউট পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি এসএম তারেক সুলতান আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন।
উপজেলা স্কাউটস কমিশনার হোসনেয়ারা হাসি, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, স্কাউট লিডার হরিচাঁদ কুন্ডু ও পানগুছি মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার মশিউর রহমান মাসুম এ সময় উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে সকল ইউনিট পৃথক পৃথক পরিচ্ছন্নতা কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে।
বিডি প্রতিদিন/কালাম