ময়মনসিংহের ভালুকায় আন্তঃজেলা ভুয়া পুলিশ প্রতারক চক্রের সদস্য নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার শান্তিগঞ্জ বাজার থেকে শুক্রবার বিকালে ভালুকা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ঘটনার সময় তিনি পুলিশের এসআই পরিচয় দিয়ে শান্তিগঞ্জ বাজারের আজিজ ব্যাটারি হাউসে তার কাছে জব্দকৃত ব্যাটারি আছে উল্লেখ করে সেগুলো বিক্রি করতে যায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে ভালুকা মডেল থানায় খবর দিলে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার জুনখাই গ্রামের রহম আলীর ছেলে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি মানুষের সাথে বিভিন্নভাবে প্রতারণা করতো। সে আন্তঃজেলা প্রতারক চক্রের মূল হোতা। তার নামে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তার কাছে ওয়াকিটকি, হ্যান্ডকাপ পাওয়া যায়। মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল