কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন।
শুক্রবার রাতে বিজিবির টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন তার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারীকে আটক করে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, শুক্রবার দিবাগত রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১০ থেকে আনুমানিক ৫০০ মিটার উত্তর-পূর্ব দিকে আদমের জোড়া নামক স্থান দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। পরে লেদা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধী টহলদল সেখানে কৌশলগত অবস্থান নেয়।আনুমানিক ভোরে টহলদল ৩/৪ জন ব্যক্তিকে কর্কশিট দ্বারা তৈরিকৃত ভেলায় করে মিয়ানমার থেকে নাফ নদীর শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। এ সময় টহলদল উক্ত ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে সংঘবদ্ধ মাদক কারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী নয়াপাড়া আব্দুর রহিমের ছেলে রফিক মিয়াকে (১৯) আটক করা হয়। অপর মাদক কারবারীরা দ্রুত নাফ নদীতে লাফ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। আটক ব্যক্তির কাছে একটি প্লাস্টিকের বস্তা থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারীকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই