বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম-এর উদ্যোগে ত্রিপুরা জাতির ঐতিহ্যবাহী বৈসু উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে আলোচনা সভা, ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গরয়া নৃত্যসহ নানা ধরনের নৃত্য পরিবেশন অনুষ্ঠিত হয়।
পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আবুল হাসনাত, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, বাত্রিকস সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা মিঠু, শোভাযাত্রা উদযাপন কমিটির আহ্বায়ক সনজীব ত্রিপুরাসহ ত্রিপুরা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিডি প্রতিদিন/এমআই