ভোলার মনপুরায় বিএনপির অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম নয়নসহ অন্তত ২৫ জন আহত হয়েছে বলে দাবি বিএনপির।
শনিবার সকালে মনপুরা উপজেলার ডাকবাংলোর সামনেসহ বেশ কয়েকটি জায়গায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় অবস্থান কর্মসূচি স্থলের চেয়ার।
আজ দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় যুবদল সহসভাপতি নুরুল ইসলাম নয়ন এসব অভিযোগ করেন।
তার দাবি, পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকজন তিনিসহ বিএনপির নেতাকর্মীদের উপর কয়েক দফা হামলা করেছে।
নুরুল ইসলাম নয়ন বলেন, তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ১০ দফা দাবিতে উপজেলা পর্যায়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ওই কর্মসূচি পালন হওয়ার কথা ছিল। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই