ফেনীর দাগনভূঞায় বিএনপির অবস্থান কর্মসূচিতে সরকার দলীয়দের হামলায় ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দাগনভূঞা পৌরশহরের ডাকবাংলোর মুখে বিএনপি অবস্থান কর্মসূচি শুরু করার পর এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন অভিযোগ করে জানান, বিদ্যুৎ, গ্যাস, দ্রবমূল্যের ঊর্ধ্বগতিসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি শনিবার বিকালে দাগনভূঞা পৌরশহরের ডাকবাংলোর সামনে অবস্থান কর্মসূচি শুরু করে। কর্মসূচি শুরু করার ১০ মিনিটের মধ্যে সরকারদলীয় ৫০/৬০ জন লাঠি নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাজিব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন ও যুগ্ম আহ্বায়ক পলাশসহ অন্তত বিএনপির ২০ জন নেতাকর্মী আহত হন।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, কর্মসূচিতে তিনিও ছিলেন। সরকারদলীয়রা বিনা উসকানিতে তাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালায়। হামলায় কমপক্ষে ১০জন নেতাকর্মী আহত হন।
তবে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বরেছেন, ‘এমন কোনো ঘটনাই দাগনভূঞায় ঘটেনি।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ