পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পৌরশহরের সুরেন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্টিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম রাকিবুল আহসানের সভাপিত্বে শান্তি সমাবেশ বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইদুর রহমান সাঈদ।
এসময় পটুয়াখালী জেলা আওয়মীলীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম, দিদার উদ্দিন আহমেদ মাসুমসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তারা মিশিল নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
বিডি প্রতিদিন/এএম