গোপালগঞ্জে ডাকাতের ছুরিকাঘাতে আহাদ আলী(৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাড়ির মালিক লন্ডন প্রবাসী মুরাদ হোসেন(৬৫) আহত হয়েছেন। আহত মুরাদ হোসেনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার ভোর রাতে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহাদ আলী ওই বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তার বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।
স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার ভোর রাত ৩ টার দিকে ৮ থেকে ১০ জন ডাকাত সদস্য শেখ মুরাদ হোসেন-এর বাড়িতে ডাকাতি করতে যায় এবং বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও ল্যাপটপ নিয়ে যায়।
এ সময় ডাকাতদের আটকাতে গেলে বাড়ির মালিক শেখ মুরাদ হোসেন ও কেয়ারটেকার আহাদ আলীকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় কেয়ারটেকার আহাদ আলী ঘটনাস্থলে নিহত হয় এবং মুরাদ হোসেন আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সূত্রে আরো জানাগেছে, বাড়ির মালিক কেয়ারটেকারকে নিয়ে বাড়িতে থাকতেন। মুরাদ হোসেন প্যারালাইসিস রোগে আক্রান্ত। গত ৩ মাস ধরে তিনি বাড়িতে অবস্থান করছেন। বাড়ির গরুর খামার ও অসুস্থ মালিককে কেয়ারটেকার আহাদ আলী দেখাশোনা করতেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ জানিয়েছেন, এ ঘটনাকে পুলিশ প্রাথমিকভাবে ডাকাতি হিসেবে দেখছে এবং সেভাবেই তদন্ত শুরু করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন